ব্রাজিলের ম্যাচ দেখতে কাতারে তামিম
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের মিশন শুরু হচ্ছে আজ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে নেইমার-রিচার্লিসনরা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলের ম্যাচটি মাঠে বসে সরাসরি দেখবেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ১৯৯৮ বিশ্বকাপে রোনালদোর খেলা দেখে ব্রাজিলের প্রেমে পড়েছেন তামিম ইকবাল। শুধু তামিমই নন তার পরিবারের প্রায় সবাই ব্রাজিলকে সাপোর্ট করে। খেলা দেখতে গতকালই ঢাকা ছাড়েন টাইগার কাপ্তান।
বিশ্বের সব ফুটবল ফেডারেশনকেই অল্প কিছু টিকিট দিয়ে থাকে ফিফা। তেমনি বাফুফে পেয়েছে ২৯০টি টিকিট। এই টিকিটগুলো বিক্রি করা হয় স্থানীয় সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্লাব, পৃষ্ঠপোষক এবং অন্য খেলার খেলোয়াড়দের মধ্যে। তবে তামিম কোথা থেকে টিকিট পেয়েছেন, তা জানাননি।
এদিকে গত ২১ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় ব্রাজিল-সার্বিয়া ম্যাচের টিকিট পাওয়ার কথা জানিয়েছিলেন তামিম।