নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিকরা
ফিফা কাতার বিশ্বকাপের ষষ্ঠ দিনে আজ মাঠে নামবে স্বাগতিক কাতার। সন্ধ্যা ৭ টায় আল থুমামা স্টেডিয়ামে সেনেগালের এর বিপক্ষে মাঠে নামবে তারা।
যদিও নিজেদের প্রথম ম্যাচে দুই দলেই হেরেছে যথাক্রমে ইকুয়েডর এবং নেদারল্যান্ডের বিপক্ষে । কিন্তু শক্তির বিবেচনায় অবশ্যই স্বাগতিকদের থেকে এগিয়ে সেনেগাল। ফিফা র্যাঙ্কিং এর দিক থেকেও সেনেগালের থেকে ৩২ ধাপ পিছিয়ে আছে স্বাগতিকরা। গুগোল এর প্রেডিক্সন অনুযায়ী সেনেগাল এই ম্যাচ জয়ের সম্ভাবনা ৫৯ শতাংশ অপরদিকে কাতার এর জয়ের সম্ভাবনা মাত্র ১৬ শতাংশ। আর ২৫ শতাংশ সম্ভাবনা আছে ম্যাচটি ড্র হবার।
এছাড়াও আজ অনুষ্ঠিত হবে আরও তিনটি ম্যাচ। দিনের প্রথম খেলায় বিকাল ৪ টায় ওয়েলস মুখোমুখি হবে ইরানের। রাত ১০ টায় নেদারল্যান্ড মুখোমুখি হবে ইকুয়েডর এর এবং সর্বশেষ খেলায় রাত ১ টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড।