শাকিব ফের অপুর দিকে যাচ্ছেন!
ঢাকাই সিনেমায় তাদের অবদানের কথা বলবো না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যন কাঁপিয়েছেন শাকিব-অপু-বুবলী। তাদের গোপন প্রেম, লোজচক্ষুর আড়ালে বিয়ে, তারপর সন্তান নিয়ে গণমাধ্যমে উপস্থিত হয়ে বিয়ের স্বীকৃতির দাবি, এ যেনো আরেক সিনেমা।
শাকিব বিয়ে করেন অপুকে। সেটি অনেক দিন গোপন থাকে। যখন তাদের সম্পর্কের অবনতি হয়, তখনই গণমাধ্যমে সন্তান নিয়ে হাজির হন অপু। জানান দেন এই সন্তানের বাবা নায়ক শাকিব খান। অবশেষে সন্তানকে মেনে নেন ভাইজান। অপু থাকেন দূরেই।
এরপর আসে বুবলী অধ্যায়। সেখানেও আগের সিনেো। কোলে নয় হাতে ধরেই সন্তান নিয়ে গণমাধ্যমে হাজির হলেন নায়িকা বুবলী। এবার তিনিও জানান এই সন্তানের বাবাও শাকিব খান। সেই আগের মতোই মেনে নেন ভাইজান। আর বুবলীর বিষয়টি আড়ালেই থাকে। এর কিছু দিন পর জানা যায়, তাদের সম্পর্কের অবনতির খবর।
সম্প্রতি বুবলীর জন্মদিনে স্বামী শাকিব না কি তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। এনিয়ে অপু আর বুবলীর মধ্যে বাগযুদ্ধ হয়।
এরই মধ্যে শাকিব জানান, বলী ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই- কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দিইনি।
বুবলীর ‘হীরার নাকফুল’ পাওয়া নিয়ে অপুর তাচ্ছিল্যের হাসি ভরা পোস্ট এবং পরবর্তীতে শাকিব খানের এই ধরণের অস্বীকার তাকে বেশ অস্বস্তিতে ফেলেছে।
এবার শাকিবের কথার জবাবও দিয়েছেন বুবলী। তিনি বলেন, শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ, জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটা ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।
তিনি বলেন, কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটা। শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে।
ভক্তরা চেয়ে আছেন শাকিব-বুবলীর ‘হীরার নাকফুল’ নাটক কোন দিকে মোড় নিচ্ছে। শাকিব কি তাহলে ফের অপুর দিকে ঝুঁকেছেন। কারণ অপুকেই তৃতীয় পক্ষ বলছেন বুবলী।