আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে: বাইডেন

ক্ষতিকর কর্মকাণ্ডে জড়ালে কঠোর পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে গিয়েই রাশিয়াকে এ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার জি সেভেন সম্মেলনে যোগ দিতে ব্রিটেনে যান তিনি। কর্নওয়ালে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পর বাইডেন বলেন, রাশিয়ার সঙ্গে কোন সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। তবে কোন ক্ষতি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিটেন সফরে আটলান্টিক চার্টার চুক্তি সই করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। আট দিনের সফরে জি সেভেন সম্মেলনের পাশাপাশি ন্যাটো সম্মেলনেও যোগ দেবেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভাতে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন