আর্কাইভ থেকে এশিয়া

নাভালনির ফাউন্ডেশনকে নিষিদ্ধ করল রুশ আদালত

রাশিয়ার কারাবন্দি প্রধান বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এফবিকে অবৈধ ঘোষণা করেছে দেশটির আদালত। বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদ্রূপ করে প্রচারণা চালানোর অভিযোগে সংগঠনকে উগ্রপন্থি আখ্যা দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রায়ে জানানো হয়, সংস্থা-সংশ্লিষ্ট মানবাধিকারকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাজ করলে তাদের কারাভোগ করতে হবে। শুধু তাই নয়, নাভালনির রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখলেও ভবিষ্যতে প্রশাসনিক চাকরির সুযোগ হারাতে হবে।

নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন এফবিকে এবং রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এর অন্যান্য অফিসগুলো বন্ধের আদেশ দিয়েছে মস্কো সিটি কোর্ট। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দলীয় নেতা নাভালনি নিজেও জানান, সরকারের দমন পীড়নে পিছিয়ে যেতে নারাজ তিনি।

রাশিয়ায় ১৯ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এতে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছে নাভালনির অনেক সহযোগী। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে প্রধান প্রতিপক্ষকে শায়েস্তা করতে এমন রায় দিল আদালত।

রাশিয়ায় উগ্রপন্থি সংগঠনের তালিকায় অন্তত ৩০টি সংগঠন রয়েছে। এদের মধ্যে ইসলামিক স্টেট, আল কায়েদা, জাহোভেসের মতো সশস্ত্র সংগঠনগুলোও রয়েছে। সেই তালিকায় এখন অন্তর্ভুক্ত হলো নাভালনির সংগঠন।

এর আগে, চলতি বছরের এপ্রিলে এফবিকে বন্ধের নির্দেশ দিয়েছিল মস্কোর একটি আদালত।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন