আর্কাইভ থেকে আইন-বিচার

বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যার মূল পরিকল্পনাকারীর জামিন বাতিল

গম গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ হত্যায় মূল পরিকল্পনাকারী জাকিরের জামিন বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ তাকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশও দেন।

গেলো ১৪ আগস্ট প্রধান আসামি জাকিরকে জামিন দেন বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। পরে কারাগার থেকে বের হয়ে যান ওই আসামি। পুনরায় তার গ্রেপ্তার চেয়ে আবেদন করে ভিক্টিমের পরিবার।

১২ নভেম্বর ২০২১ রাজধানীর শ্যামলীর চিপা গলি এলাকায় ছুরিকাঘাতে গম গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহিদ (৭৫) নিহত হন। পরে আদাবর থানায় হত্যা মামলা করে নিহতের ভাই।

চলতি বছর সেপ্টেম্বর মাসে জাকিরসহ দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। যা শুনানির অপেক্ষায় রয়েছে ঢাকার একটি আদালতে।

এ সম্পর্কিত আরও পড়ুন