টানা তিন ম্যাচ হার সাকিব বাহিনীর
আবু ধাবিতে অনুষ্ঠিত টি-টেন লীগে টানা তিনটি ম্যাচ হারলো সাকিব আল হাসানের বেঙ্গল টাইগার্স। সেই সঙ্গে পয়েট টেবিলে তাদের অবস্থান এখন একদম তলানিতে। জয় দিয়ে সাকিবদের টি-টেন লীগের যাত্রা শুরু করলেও পরের ম্যাচ গুলোতে আর পাত্তাই পেল না সাকিবরা।
সবশেষ রোববার (২৭ নভেম্বর) নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে পাত্তাই পায়নি সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। রভম্যান পাওয়েলের তাগুবে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে নর্দার্ন। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১১৭ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রভম্যানের দল।
চার ম্যাচে তৃতীয় পরাজয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে বাংলা টাইগার্স। আর ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ডেকানগ্ল্যাডিয়েটরস।আজ রাতে দিল্লি বুলসে বিপক্ষে আবু ধাবিতে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে সাকিবরা।