২১ আগস্টের মাস্টার-মাইন্ড তারেক রহমান: ওবায়দুল কাদের
১৫ আগস্টের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং ২১ আগস্টের মাস্টারমাইন্ড হচ্ছে তারেক রহমান। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অন্যান্য দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। এই সরকারের অধীনেই দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ্।’
সেতু মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যদি আইন করে মিথ্যাচার নিষিদ্ধ করা হয়, তাহলে বিএনপির অস্তিত্ব নিয়ে ফখরুল যাবে কোথায়। মিথ্যা কথা আছে বলেই সমাবেশের এক সপ্তাহ আগে বিছানা, বালিশ, মশার কয়েল নিয়ে চলে যায়।’
সম্মেলনে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটনের নাম ঘোষণা করা হয়।