দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনার সামনে সমীকরণ
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর বিশ্বকাপ মঞ্চে পা রেখে শুরুতেই সৌদি আরবের কাছে হেরে হোঁচট খায় মেসিরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সাথে জয় পেলেও নকআউট পর্ব নিশ্চিত করার জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হচ্ছে তৃতীয় ম্যাচ পর্যন্ত।
বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দিনের অপর আরেক ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সৌদি আরব খেলতে নামবে লুসাইল স্টেডিয়ামে। চার দলের সামনেই রয়েছে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে রয়েছে পোলিশরা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান আর্জেন্টিনার। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে সৌদি আরব, আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে মেক্সিকো।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে আর্জেন্টিনার। তবে ড্র করলেও আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্যাচও সমতায় শেষ হতে হবে। মেক্সিকো যদি সৌদি আরবকে হারিয়ে দেয় এবং আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয় তাহলে গোল পার্থক্য আসবে বিবেচনায়। যাদের গোল ব্যবধান বেশি হবে, তারা পাবে নকআউট পর্বের টিকিট। তবে,আর্জেন্টিনা যদি পোল্যান্ডের কাছে হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন মেসিরা।