আয়াত হত্যা: আরও ৭ দিনের রিমান্ডে আবির
চট্টগ্রামের ইপিজেডে ৫ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যায় মামলায় গ্রেপ্তার প্রধান আসামি আবির আলীর আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে, এ হত্যা মামলার গ্রেপ্তার আসামি আবীর আলীর মা আলো বেগম ও বাবা আজহারুল ইসলামের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, সোমবার চট্টগ্রাম নগরীর ইপিজিড এলাকা থেকে আবিরের মা-বাবা ও এক বোনকে আটক করা হয়।
গেলো ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত।