আয়াতের খণ্ডিত পা দুটি উদ্ধার
চট্টগ্রামের ইপিজেডে ৫ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতকে হত্যার পর ছয় টুকরা করা শিশু আলিনা ইসলাম আয়াতের খণ্ডিত পা দুটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী রোডের স্লুইসগেটের পাশ থেকে দেহাংশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান।
তিনি জানান, পিবিআই মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা রিমান্ডে থাকা আবিরকে নিয়ে পা দুটি উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন।
এর আগে গতকাল সোমবার (২৯ নভেম্বর) আবির আলীর আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে, এ হত্যা মামলার গ্রেপ্তার আসামি আবির আলীর মা আলো বেগম এবং বাবা আজহারুল ইসলামের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, সোমবার চট্টগ্রাম নগরীর ইপিজিড এলাকা থেকে আবিরের মা-বাবা ও এক বোনকে আটক করা হয়।
গেলো ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। শিশু আয়াতকে হত্যার কাজে ব্যবহৃত বটি ও অ্যান্টিকাটার উদ্ধার করেছে পিবিআই পুলিশ।