আর্কাইভ থেকে ফুটবল

আজ বাঁচামরার লড়াইয়ে আর্জেন্টিনা দলে যারা খেলবেন

নিজেদের বাঁচা মরার লড়াইয়ে আজ বুধবার ( ৩০ নভেম্বর) দিবাগত রাত ১ টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। নক আউট পর্বে যেতে হলে এই ম্যাচ জেতার কোন বিকল্প নেই আলবিসেলেস্তাদের সামনে। এমন গুরুত্বপূর্ণ খেলায় বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামার কথা শোনা যাচ্ছে স্ক্যালোনির মুখে।

ম্যচের শুরু থেকেই খেলবেন না সেন্ট্রাল ডিফেন্ডার লিসান্দ্রো মারটিনেজ। তার জায়গায় খেলতে পারেন ওটামেন্ডি বা জার্মান পেজ্জেলা। পোলিশ স্ট্রাইকার লেভেনডোস্কির উচ্চতার কারনে এমন সিদ্ধান্ত নিতে পারেন কোচ স্ক্যালোনি। রোমারো শতভাগ ফিট না থাকায় তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম।

মিডেও কোচ আনতে পারেন কিছু পরিবর্তন। রদ্রিগেজ আগের ম্যাচের শুরু থেকে থাকলেও সেকেন্ড হাফের শুরুতেই তাকে বদলি করে নামানো ইঞ্জো ফার্নান্দেজকে আজ খেলানো হতে পারে শুরু থেকেই। এছাড়া বাকি দুই মিডফিল্ডার অ্যালিস্টার এবং ডি-পল খেলতে পারেন শুরু থেকেই। আর আক্রমনে যথারীতি মেসির সাথে থাকতে পারেন ডি-মারিয়া ও লাউতোরা মারটিনেজ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন