আর্কাইভ থেকে ক্রিকেট

হেনরি-বোল্টের বোলিং তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। কিন্তু হেনরি-বোল্টের বোলিং তোপে বিধ্বস্ত ইংলিশরা। প্রথম দিন শেষ তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৫৮ রান।
 
তবে ররি বার্নস ও ড্যান লরেন্সের লড়াকু ব্যাটিং ৩০০ রান করার পথে স্বাগতিকরা। ররি বার্নস ও ডোম শিবলির ৭২ রানের উদ্ধোধনী জুটি ভাঙ্গেন হেনরি। এরপর ১৩ রানের ব্যবধানে ফিরেন জ্যাক, রুট ও পোপ। চাপে থেকেও ইংল্যান্ডকে ম্যাচে রাখেন আরেক ওপেনার বার্নস। তবে টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে বাধা ট্রেন্ট বোল্ট ফিরেন ৮১ রানে। বাকি সময় লড়েছেন লরেন্স।

অষ্টম উইকেটে উডকে নিয়ে খেলেছেন ১৫ ওভার। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। দুটি করে উইকেট নেন হেনরি, বোল্ট ও এজাজ। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার কৃত্বি গড়েন পেসার জেমস অ্যাান্ডারসন। ১৬২তম লংগার ভার্সনে পেছনে ফেলেন অ্যাালেস্টার কুককে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন