আর্কাইভ থেকে ফুটবল

জার্সি ইস্যুতে মুখ খুললেন মেসি

মেক্সিকোর সাথে বাঁচা মরার লড়াইয়ে দলকে টেনে তুলেছিলেন মেসি। সেই ম্যাচের পর নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যায় মেসির পায়ের কাছে পরে আছে মেক্সিকোর একটি জার্সি।

বিতর্ক বেড়ে যায় মেক্সিকান বক্সার ক্যানেলা আলভারেজের করা একটি টুইটে। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে মেক্সিকোর জার্সিকে অপমাণিত করেছেন মেসি । এমন দাবি করে তিনি হুমকি দেন মেসিকে।

নিজের বিরুদ্ধে এমন অভিযোগে এবার মুখ খুললেন মেসি। পুরো ব্যাপারটিকে ভুল বোঝাবুঝি জানিয়ে এই তারকা বলেন, ‘আমি মনে করি পুরো ব্যাপারটা ভুল-বোঝাবুঝি। আমাকে যারা চেনে, সবাই জানে, আমি কখনোই অন্যকে অসম্মান করি না। আমার এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। কারণ, আমি মেক্সিকো জাতীয় দল বা মেক্সিকান জনগণকে কখনোই অসম্মান করিনি।’

এদিকে স্বয়ং মেক্সিকান অধিনায়ক আন্দ্রেস গুয়াদ্রাদো মেসিকে সমর্থন দিয়ে বলেন, ‘প্রকাশ হওয়া ভিডিওতে যেটি দেখা গেছে, সেটি অস্বাভাবিক কিছুই নয়। সাধারণত ফুটবলের ড্রেসিং রুমে এমন হতেই পারে। এছাড়া ব্যাপারটি মেসির পুরোপুরি অনিচ্ছাকৃত।’

এ সম্পর্কিত আরও পড়ুন