আর্কাইভ থেকে বাংলাদেশ

নাদালকে কাঁদিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচ

বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা রাফায়েল নাদালের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়েই ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শুরু করেছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে স্বপ্ন ভেঙে যায় এই স্প্যানিশ তারকার। নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নেন নাদাল। আর ফাইনালে উঠে যান ‘জোকার’।

শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে রোলাঁ গারোয় ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে রাফায়েল নাদালকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-২ গেমে হারিয়ে এক সেট আগেই ম্যাচ জিতে নিয়েছেন জকোভিচ।

গেল আসরের ফাইনালে জকোভিচকে বিদায় করেই পুরুষ এককে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রজার ফেদেরারের পাশে বসেছিলেন নাদাল। এবার চেয়েছিলেন ফেদেরারকে ছাড়িয়ে শীর্ষস্থান মজবুত করার। কিন্তু সেটা আর সম্ভব হলো না।

রোলাঁ গারোয় এই হারটা নাদালের ১০৮ ম্যাচের ক্যারিয়ারে মাত্র তৃতীয়। আগের দুই হারের একটিও আসেনি শুরুর সেটে এগিয়ে যাওয়ার পর। সেই নাদালই হারলেন প্রথম সেট জিতেও।
 
রেকর্ড ১৪তম ফ্রেঞ্চ ওপেন, আর রজার ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপাটা তাই রয়ে গেল অধরাই। তবে অপেক্ষাটা খুব বেশি দিন করতে হবে না তাকে, আর এক মাস পরেই যে নামবেন উইম্বলডনের লড়াইয়ে।

সে অপেক্ষাটা করতে হচ্ছে না, শুরুর সেট শেষে অন্তত ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তেমন কিছুরই। শিরোপাধারী নাদাল সে সেটে জিতেছিলেন ৬-৩ গেমে। এরপরই রচিত হয় জকোভিচের সে অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প। ফলে প্রায় পাঁচ বছর পর ফরাসি ওপেনের শিরোপা না নিয়েই স্পেনে ফিরছেন নাদাল।
আগামী রোববারের ফাইনালে ৩৪ বছর বয়সী জকোভিচ মুখোমুখি হবেন এই সিটসিপাসেরই। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন