ভারতে আবারও ৪ হাজার ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যা
মহামারি করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বিপর্যয় নেমে আসে প্রতিবেশী দেশ ভারতে। ভেঙে পড়ে দেশটির স্বাস্থ্য খাত। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে মৃতদেহ সৎকারে হিমশিম খেতে হয় স্বজনদের। এরপর গত কয়েকদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা নিম্নমুখী হলে আশার সঞ্চার হয় ভারতবাসীর মনে। কিন্তু সেটা আর বেশি দিন স্থায়ী হলো না।
কয়েকদিন আগে দৈনিক মৃত্যু প্রায় দুই হাজারের কোঠায় নেমে এলেও শনিবার ফের তা ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।
শনিবার (১২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে ৭ হাজারের বেশি। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৬০০। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৮১ জন।
দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের ঘরে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে প্রায় ৪১ হাজার। এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ৮০ হাজার ৬৯০ জন।
এএ