আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ফেলে দেওয়া হবে জনসন অ্যান্ড জনসনের ছয় কোটি ডোজ টিকা

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনকে করোনা টিকার ছয় কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ। শুক্রবার এমন নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, এক বিবৃতিতে এফডিএ জানিয়েছে, ইমারজেন্ট বায়োসলিউশন ইনকর্পোরেশনের প্ল্যান্টে উৎপাদিত টিকাকে এখনই অনুমোদন দেওয়া হচ্ছে না। এর আগে গেল এপ্রিলে জনসন অ্যান্ড জনসন বাল্টিমোর সাইটে টিকার উৎপাদন বন্ধ করেছিল এফডিএ। সেই একই সাইটে অ্যাস্ট্রাজেনেকার টিকার উপরকরণের উৎপাদন চলছিলো। এ কারণে জনসনের টিকার ডোজের ওই ব্যাচে অপ্রয়োজনীয় উপকরণ মিশে তা নষ্ট করে দিয়েছিল।

এদিকে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, কিছু ব্যাচের জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারের অযোগ্য হয়েছে। তবে ঠিক কতগুলো নষ্ট হয়েছে তা জানায়নি তারা।

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার দুই কোটি ১৪ লাখ ডোজের মাত্র অর্ধেক ডোজ প্রয়োগ করা হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন