আর্কাইভ থেকে জাতীয়

করোনার সঙ্গে নির্বাচন কোনও সাংঘর্ষিক বিষয় নয় : সিইসি

করোনাকে আমরাও গুরুত্ব দিচ্ছি। তবে নির্বাচনই করোনা সংক্রমণ সম্প্রসারণের একমাত্র মাধ্যম নয়। করোনার সঙ্গে নির্বাচন কোনও সাংঘর্ষিক বিষয় নয়। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ রোববার (১৩ জুন) মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, যে সব এলাকায় করোনা বেড়ে যাবে সেখানেই নির্বাচন বন্ধ করে দেয়া হবে। আর করোনা সংক্রমণ সম্প্রসারণের একমাত্র মাধ্যম নয়।

কে এম নূরুল হুদা বলেন, রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণের হার বেশি, অথচ সেখানে নির্বাচন নেই। এছাড়া ভারতের যেসব রাজ্যে করোনার হার বেশি, সেখানে নির্বাচন হয়নি। আবার যে রাজ্যে নির্বাচন হয়েছে সেখান তেমন করোনার প্রভাব পড়েনি।

তিনি বলেন, যেসব ইউনিয়নের মেয়াদ শেষ হয়েছে, করোনা বিচেনায় সেখানে শিগগিরই নির্বাচন দেয়া হবে। আমাদের সব ধরনের প্রস্তুতিও রয়েছে।

আগামী ২১ জুন মাদারীপুরের শিবচর উপজেলার ১৯টি ইউপি নির্বাচন সফল করতে স্থানীয়ং প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।

এ সম্পর্কিত আরও পড়ুন