আর্কাইভ থেকে আইন-বিচার

উপসচিবের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আমেনা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গেলো সোমবার (৫ ডিসেম্বর) রাতে ইস্কাটনের একটি বাড়ির আটতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী।

পুলিশ জানায়, সোমবার রাতে ইস্কাটনের ওই বাড়ি থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহকর্মী আমেনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তবে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার সকালে গৃহকর্মীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাতিরঝিল থানা-পুলিশের একটি সূত্র জানায়, যেই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি এক উপসচিবের। গৃহকর্মী গেলো দেড় বছর ধরে ওই বাসাতেই কাজ করত।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, গৃহকর্মী আমেনার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। তার বাবার নাম মো. মামুন।

এ সম্পর্কিত আরও পড়ুন