আর্কাইভ থেকে ক্রিকেট

৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

৭ বছর ভারতেকে ৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পেল স্বাগতিক বাংলাদেশ।

আজ বুধবার (৭ ডিসেম্বর) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টচে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারালেও দলের হাল ধরেন আগের ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ। সাথে যুক্ত হন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের ৯৬ বলে ৭৭ এবং মিরাজের অপরাজিত ৮১ বলে ১০০ রানের উপর ভর করে ২৭২ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে মাত্র ৬৫ বলে ৪ উইকেট হারায় ভারত। এর পর জুটি বাধেন শ্রেয়ার আয়ার ও আজগর প্যাটেল। তাদের ১০৭ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় ভারত। কিন্তু ১৭২ রানের মাথায় শ্রেয়ার এবং ১৮৯ রানে মাথায় আজগর প্যাটেল আউট হয়ে গেলে চাপে পরে যায় ভারত। ইঞ্জুরির কারনে ওপেনিং না করা অধিনায়ক রোহিত শর্মা ৭ নাম্বারে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫১ রান করলেও মুস্তাফিজের অসাধারণ বোলিং এ ৫ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে এবাদত ৩ টি এবং সাকিব ও মিরাজ ২ টি করে উইকেট নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন