গরিব দেশে শত কোটি ডোজ টিকা অনুদান দেবে জি-৭
করোনা মোকাবেলায় বিশ্বের গরিব দেশগুলোতে করোনার ১০০ কোটি ডোজ টিকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন জি-৭ এর নেতারা। এছাড়াও ব্রিটেনের কর্নওয়ালে তিন দিনের সম্মেলনের শেষ দিনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরপ্রতি ১শ’ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেয় ধনী দেশগুলোর জোট। রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এসব অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। প্রতিশ্রুতির আওতায় ১০ কোটি ডোজ দেবে ব্রিটেন।
এসময় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত কোভিড টিকার বৈশ্বিক ভূমিকা তুলে ধরে একে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্যাকসিন বলে উল্লেখ করেন বরিস।
বিশ্বনেতারা বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাড়াতে ও চিকিৎসা বিকাশে কাজ করবে তাদের জোট।
বৈঠকে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের মাত্রা কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বকে কয়লাভিত্তিক কোন প্রকল্প হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়।
বিশ্বে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা পরিকল্পনা জানান জি-৭ নেতারা। চীনের প্রভাব মোকাবেলায় বিকল্প ব্যবস্থা নিতে একমত হন তারা। জবাবে চীন জানায়, একটি ছোট গ্রুপ বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে এমন দিন শেষ হয়ে গেছে অনেক আগেই।
করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরুর পর এবারই প্রথম সশরীরে জি-৭ সম্মেলনে যোগ দিলো সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানের নেতারা।
অবশ্য এর আগে শনিবার বিশ্বকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে দ্রুত ১১০০ কোটি টিকার প্রয়োজন বলে জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস।
করোনা মহামারী ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাকে প্রাধান্য দিয়ে ব্রিটেনে তিন দিনের সম্মেলনে বসে শিল্পোউন্নত দেশগুলোর সংগঠন জি-৭। সম্মেলনের শেষ দিনে রোববার করোনা মোকাবেলায় গরিব দেশগুলোর জন্য টিকা সহায়তার এ অঙ্গীকার করেন জি-৭ নেতারা।
এদিকে, সম্মেলন চলার সময় লন্ডনের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জলবায়ু আন্দোলনকর্মীরা। ধনী দেশগুলো যেন প্রতিশ্রুত অর্থ ও জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেয় সে দাবি জানায় তারা।
এসএন