কোপায় আজ মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চিলি
আসরের দ্বিতীয় দিনে নামছে আরেক ফেভারিট আর্জেন্টিনা। প্রতিপক্ষ ২০১৫ ও ১৬ আসরের চ্যাম্পিয়ন্স চিলি। ম্যাচটি শুরু হবে রাত তিনটায়। কাল ভোর ছয়টায় গ্রুপ এ এর অন্য ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বলিভিয়া।
সময়টা ভালো যাচ্ছেনা লা আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দু ম্যাচে ড্র করেছে মেসির দল। যার প্রথমটা এই চিলির সাথে। যদিও ২০১৯ এর পর কোন ম্যাচ হারেনি আর্জেন্টিনা। মাথার ইনজুরিতে এ ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। এখনো করোনা থেকে সেরে ওঠেননি দলের একনম্বর গোল রক্ষক ফ্র্যাঙ্কো আরমানি।
চিলির সাথে ৯৩ দেখায় ৮ হারের বিপরীতে ৬১ জয় আর্জেন্টিনার। ১৯৯৩ সালে সবশেষ কোপা আমেরিকা জিতেছিলো আসরের অন্যতম সফল দলটি।
এস