আগামী সপ্তাহে দেয়া হবে ফাইজার-সিনোফার্মের টিকা : ডিজি স্বাস্থ্য
আগামী সপ্তাহে দেয়া শুরু হবে ফাইজার ও সিনোফার্মের টিকা। নিবন্ধিতরা টিকা না পেয়ে থাকলে তারা এসএমএসর মাধ্যমে নতুন তারিখ পাবেন। তাপমাত্রার জটিলতার কারণে এই টিকা শুধু ঢাকা মহানগরীর কিছু হাসপাতালে দেয়া হবে। জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।
আজ সোমবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, সাধারণত মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের টিকা দেয়া হবে।
খুরশীদ আলম বলেন, সিরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে যাদের প্রথম ডোজ দেয়া হয়েছে, তাদের দ্বিতীয় ডোজ একই টিকা দিয়েই দেয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশকে দেয়া চীনের উপহারের ছয় লাখ সিনোফার্ম টিকা রোববার (১৩ জুন) ঢাকায় এসেছে। এর আগে ১২ মে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।