আর্কাইভ থেকে আইন-বিচার

মামলার সময় বাদীর জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

গায়েবী মামলার বাদী খুঁজে বের করতে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলা করার সময় বাদীর জাতীয় পরিচয়পত্র গ্রহণ বাধ্যতামূলক করারও নির্দেশ দেয়া হয়। 

সোমবার (১৪ জুন) ৪৯টি মামলা নিয়ে হয়রানির অভিযোগে রাজধানীর শান্তিবাগের একরামুল আহসানের আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈতবেঞ্চ এই আদেশ দেন
 
ফলে এখন থেকে মামলার করার সময় অবশ্যই বাদীর জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে পুলিশকে। আর ভুয়া মামলার বাদী খুঁজতে তদন্ত রিপোর্ট ৬০ দিনের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট এমাদুল হক বসির।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন