‘বাংলার কিংবদন্তি’ সম্মান পেলেন শ্রীলেখা
শ্রীলেখা মিত্রের মুকুটে নতুন পালক জুড়ল। দ্য লেজেন্ড অফ বেঙ্গল (বাংলার কিংবদন্তি) সম্মান পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শনিবার কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্য়ান রাইটসের পক্ষ থেকে শ্রীলেখাকে এই সম্মান জানানো হল।
ফেসবুকে এই অ্যাওয়ার্ঢ পাওয়া নিয়ে একটি পোস্টও করেছেন অভিনেত্রী। যেখানে তিনি লিখলেন, আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! নিন্দুকরা শুনছো, শুনছেন?
স্বাভাবিকভাবেই এই সম্মান পাওয়ার পর দারুন আপ্লুত শ্রীলেখা। তিনি এই বিষয়ে একটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'আমি নাকি লেজেন্ড অব বেঙ্গল! নিন্দুকরা শুনছ/শুনছেন?'
কিন্তু যখন অভিনেত্রী জানতে পারেন যে তিনি এই সম্মান পেতে চলেছেন, তখন তার কেমন অনুভূতি হয়েছিল? অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ অবাক হয়ে যাই। কিন্তু সম্মান পেয়ে খুব ভালো লেগেছে। যারা আমাকে এই সম্মানে সম্মানিত করলেন তাদের অসংখ্য ধন্যবাদ।’
সোশ্যাল মিডিয়া থেকে বাস্তব জীবনে কোনও অন্যায় দেখলে বরাবর সরব হয়েছেন অভিনেত্রী। প্রতিবাদ করেছেন, তার নিজের মতো করে রুখে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন বিষয় প্রতিক্রিয়াও লেখেন। সমাজের প্রতি যে তার দায়বদ্ধতা আছে, এবং সেটা নিয়ে যে তিনি যথেষ্ট সচেতন সেটা বারংবার তার লেখা এবং কাজ থেকে ধরা পড়ে। আর সেই কারণেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থার তরফে কৃষ্ণা পাল জানান, 'শ্রীলেখা যে কেবল একজন ভালো অভিনেত্রী তাই নয়, তিনি একজন বড় মনের মানুষও বটে। তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। পশুদের যত্নে রাখেন। তার পশুদের প্রতি প্রেম প্রমাণ করে যে তিনি কেবল একজন অভিনেত্রী নন, তার আরও একাধিক পরিচয় আছে, সর্বোপরি তিনি একজন ভালো মনের মানুষ। আর তাই এই সম্মান তাকে দেওয়া হয়েছে।'