ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে মরক্কোর বিপক্ষে ফ্রান্স
ভাগ্য ইংল্যান্ডকে সহায়তা করলো না। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না হ্যারি কেইনরা। ফ্রান্স গোল করেছিল, এরপর পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছিলেন হ্যারি কেইন। ফ্রান্স আবারও গোল করল, ইংল্যান্ড আবারও একটা পেনাল্টি পেয়ে গিয়েছিল। কিন্তু এবার কেইন আর সমতায় ফেরাতে পারলেন না ইংলিশদের। ফলে ২-১ গোল ব্যবধানে ইংল্যান্ডকে হারালো ফ্রান্স। অপর দিকে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মরক্কো স্পেনের বিপক্ষে খেলেছিল রক্ষণাত্মক ফুটবল, জিতেছিল পেনাল্টি শ্যুটআউটে। সেই মরক্কো আজ কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিতে। ম্যাচের ৪২ মিনিটে ইয়াহইয়া আতিয়াত-আল্লাহর ক্রস থেকে দারুণ এক হেডে গোল আদায় করে নেন ইউসেফ এন নেসিরি। তার গোলেই ১-০ তে জয় পায় মরক্কো। সেমিফাইনালে মরক্কোর সাথে দেখা হবে ফ্রান্সের।