বিশ্বকাপে চমক, পর্তুগালকে হারিয়ে সেমিতে মরক্কো
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মরক্কো স্পেনের বিপক্ষে খেলেছিল রক্ষণাত্মক ফুটবল, জিতেছিল পেনাল্টি শ্যুটআউটে। সেই মরক্কো আজ কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিতে।
ম্যাচের ৪২ মিনিটে ইয়াহইয়া আতিয়াত-আল্লাহর ক্রস থেকে দারুণ এক হেডে গোল আদায় করে নেন ইউসেফ এন নেসিরি। তার গোলেই ১-০ তে জয় পায় মরক্কো।
প্রথমার্ধের শুরু থেকেই পর্তুগাল বলের দখলে ছিল বেশি। যদিও আক্রমণ খুব একটা করতে পারেনি ২০০৬ সালের সেমিফাইনালিস্টরা। বরং প্রতি আক্রমণে মরক্কানরাই ত্রাস ছড়িয়েছে পর্তুগিজ রক্ষণে।