প্যারিসে পুলিশের সঙ্গে মরক্কো ও ফ্রান্স সমর্থকদের সংঘর্ষ
কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলা শেষে প্যারিসের রাস্তায় বিজয় উল্লাসে মেতে ওঠেন ফ্রান্স ও মরক্কোর সমর্থকরা।
শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে প্যারিসে এই উদযাপন সুখকর হয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দুই দলের ভক্তরা। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্যারিসের চ্যাম্পস এলিসিসে ফ্রান্স ও মরক্কোর ভক্তদের উদযাপনের মাঝে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ফরাসি পুলিশ।
গতকাল রাতের প্রথম ম্যাচে পর্তুগালের বিপরীতে মরক্কোর জয়ের পরপরই হাজার হাজার সমর্থক বিখ্যাত প্যারিসিয়ান অ্যাভিনিউতে নেমে আসে। পতাকা হাতে দলের পক্ষে তারা স্লোগান দিতে থাকে। ওই সময় এলাকাটিতে পুলিশের বড় একটি বাহিনী মোতায়েন করা হয়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর জনস্রোত বাড়তে থাকে।
পরিস্থিতি শেষ পর্যন্ত আনন্দমুখর থাকেনি। রয়টার্সের সরবরাহ করা ফুটেজে দেখা যায়, পুলিশের সঙ্গে মারামারি করছে লোকজন। এ সময় দোকার ভাঙচুর করা হয়। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডে আগুনও দেখা যায়।