মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান ইব্রাহিমোভিচ
ফিফা কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের ওয়ার্ল্ড কাপ ট্রফির খড়া কাটাতে মেসিদের দরকার মাত্র দুইটি জয়। এমন সময় সুইডিশ তারকা এসি মিলান ফরোয়ার্ড জালাটান ইব্রাহিমোভিচ দুবাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,বিশ্বকাপের আকর্ষণীয় শিরোপাটি মেসির হাতে দেখতে চান তিনি।
দুবাইয়ে শীতকালীন ট্রেনিং ক্যাম্পে এসে সুইডেনের হয়ে ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে অংশ নেয়া ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় ইতোমধ্যে শিরোপা কার হাতে যাবে সেটি লেখা হয়ে গেছে। আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমি কার কথা বলছি। মেসিই এবার বিশ্বকাপের শিরোপা জয় করবেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়াও বেশ শক্তিশালী দেশ। তবে আমার বিশ্বাস মেসির জয় অনিবার্য।’
প্রথমবারের মতো আফ্রিকান কোন দল হিসেবে মরক্কোর সেমিতে পৌঁছানো প্রসঙ্গে ইব্রা বলেন, ‘আমি মনে করি না এটি বিস্ময়কর কোনো ঘটনা। কারণ বিশ্বকাপের আগে থেকেই জানতাম তারা একটি ভালো দল। আর বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে। তবে তাদের সেমি-ফাইনালে পৌঁছানোর ঘটনাটি কিছুটা তো বিস্ময়কর ছিলই। এটি মনে রাখতে হবে তারা একটি ভালো দল। আমার মনে হয় মানুষ এই ধরনের বিষ্ময় পছন্দ করে। তারা অতিরিক্ত কিছু মজা পেতে পছন্দ করে।’
উল্লেখ্য, ৪১ বছর বয়সী বর্তমান এসি মিলান ফরোয়ার্ড জালাটান ইব্রাহিমোভিচ এক সময় মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছিলেন।