প্রবাসী কর্মীদের বেতন ঠিক করে দেবে মন্ত্রণালয়
প্রবাসে হয়রানি এড়াতে প্রবাসী কর্মীদের বেতন ঠিক করে দিবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এ কথা বলেন ।
মন্ত্রী জানান, দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া অব্যাহত রয়েছে। এছাড়া মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল চেকআপের নামে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আরও জানান, কোনো রিক্রুটিং এজেন্সি বা মেডিকেল সেন্টার কর্মীদের হয়রানি করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।