খাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের এনায়েতপুরে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিককে খুন করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ওই ব্যাক্তির নাম- শহিদুল ইসলাম (৪০)। তিনি এনায়েতপুর গ্রামের মৃত শমসের আলী প্রামানিকের ছেলে।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের সরকারী জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট শহিদুল ইসলাম পেশায় মাটি কাটা শ্রমিক। ১৪ বছর আগে আজগরা গ্রামের আজমিরা খাতুন কে বিয়ে করেন তিনি। এখন পর্যন্ত তারা নিঃসন্তান। পৃত্তিক সম্পত্তি নিয়ে ভাইদের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেন তিনি।
গেলো সোমবার (১২ ডিসেম্বর) রাতে তার বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড়ে তার মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে লাশ খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের শ্বশুর নায়েব আলী বলেন, পারিবারিক কলহের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, লাশ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে তা মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।