আর্কাইভ থেকে বিএনপি

‘গায়ের জোরে দেশের সকল মূল্যবোধকে ধ্বংস করেছে’

গায়ের জোরে সরকারে থাকার জন্য গত ১৪ বছরে এদেশের সকল মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। যারা এগুলো ধ্বংস করেছে তারা কিন্তু এটা আর পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্র, অর্থনীতি, সামাজিক অবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা সবকিছু তারা ধ্বংস করেছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি। শহীদ বুদ্ধিজীবীদের চেতনা দেশে এখনও বাস্তবায়ন হয়নি। আরও পড়ুনঃ মসনদে টিকে থাকতে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার: খন্দকার মোশাররফ তিনি বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ বলতে আমরা বোঝাতে চেয়েছি, এই বাংলাদেশের জন্য এ দেশের মুক্তিযোদ্ধরা যুদ্ধ করেছে ও শহীদ হয়েছে। গুটিকয়েক লোক ছাড়া এ দেশের মুক্তিযুদ্ধকে এ দেশের মানুষ সমর্থন করেছে; মা-বোনেরা নির্যাতিত হয়েছে। সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন