আর্কাইভ থেকে জাতীয়

২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে জাতীয়ভাবে কমিটি করা হয়েছে। একটি তালিকা করা হয়েছে। শতাধিক নতুন আবেদন পাওয়া গেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব বলে আশা করছি। জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা তিনি।

মোজাম্মেল হক বলেন, জামায়াতের রাজনীতি করার অধিকার নেই। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আগামীতেও স্বাধীনতার বিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বিএনপি এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য কৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সমস্ত অপচেষ্টা করতে থাকে। জনগণ সবসময় অপশক্তিকে প্রতিরোধ করেছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তারা বিরোধিতা করেছে। তাই এদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

এ সম্পর্কিত আরও পড়ুন