ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু
কিছুদিন বিরতির পর আজ থেকে আবার শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এ সময় বাণিজ্য সচিব বলেন, ওএমএস এবং টিসিবি কার্যক্রম একসাথে করার পরিকল্পনা আছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে ডিসেম্বরের এ বিক্রি কার্যক্রম চলছে।
তবে এবার ডাল ও চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়েছে টিসিবি।