আদেশের সঙ্গে সঙ্গেই ফখরুল-আব্বাসকে ডিভিশন দেয়ার দরকার ছিল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বিচারিক আদালতের ডিভিশন দেয়ার আদেশ দ্রুত বাস্তবায়ন করা উচিত ছিলো। কারণ তারা রাজনৈতিক নেতা। বলেছেন হাইকোর্ট।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে বিএনপির দুই নেতার কারাগারে ডিভিশন চেয়ে করা রিটের আদেশের সময় এ মন্তব্য করেন বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এ সময় আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে কারাগারে ডিভিশন দেয়া হয়েছে। এদিন সকালে বর্ষীয়ান ২ নেতার পক্ষে তাদের স্ত্রীরা রিট দায়ের করেন।
বিএনপির আইনজীবীরা বলেন, রিট করার পরে তাদের ডিভিশন দেয়া হয়েছে। যদি রিট আবেদন না করা হতো, তাহলে তাদের কারাগারে ডিভিশন দেয়া হতো না।
এদিকে বিএনপি নেতা খায়রুল কবির খোকন, অ্যানিসহ ৫ নেতার কারাগারে ডিভিশন চেয়ে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আদেশ দেবে হাইকোর্টের ঐ বেঞ্চ।