আর্কাইভ থেকে ফুটবল

ফ্রান্স শিবিরে অজানা ভাইরাসের হানা

মরক্কোকে হারিয়ে ব্রাজিল এবং ইতালির পর টানা দ্বিতীয় বারের মতোন ওয়ার্ল্ড কাপ জেতার সুযোগের সামনে দাঁড়িয়ে ফ্রান্স।

আগামী রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯ টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু এর মধ্যে এমবাপ্পে-ডামবেল্লেদের মধ্যে দেখা দিয়েছে এক অজানা ভাইরাস আতক্ত। যদিও ইতিমধ্যে ফরাসি কোচ নিশ্চিত করেছেন ভাইরাস ঠেকাতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছে।

মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ডায়োট উপামেকানো ও আদ্রিয়েন র‍্যাবিওটকে পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। অসুস্থতার কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি তারা দুইজন। এছাড়া গুঞ্জন শুনা যাচ্ছে কিংসলে কোম্যানও ভুগছেন জ্বরে।

ফ্রান্সের কোচ দেশম বলেছেন,'দোহায় তাপমাত্রা এখন কমে গেছে,সবসময় এয়ার কন্ডিশন চলছে। ফ্লুর মতো কিছু উপসর্গ আমাদের দলে কয়েকজনের মধ্যে দেখা গেছে। আমরা সতর্ক থাকতেছি যেন এটা ছড়িয়ে না পড়ে এবং খেলোয়াড়রা মাঠে তাদের সেরাটা দিতে পারে। এতে তাদের ইমিউনি সিস্টেমে প্রভাব ফেলছে।'

আর যেন কেউ ভাইরাসে আক্রান্ত না হন, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন ফ্রান্সের দেশম,'আমরা প্রয়োজনীয় সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বন করছি। এটা ছড়িয়ে না পড়ার লক্ষ্যে চেষ্টা করছি। কিন্তু ভাইরাস যেহেতু সংক্রামক এবং তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা উপামেকানো ও র‍্যাবিওটকে অন্যদের কাছ থেকে আলাদা করে রেখেছি।'

এ সম্পর্কিত আরও পড়ুন