আর্কাইভ থেকে ক্রিকেট

সুপার ওভারে জিতল মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে প্রথমবারের মতো সুপার ওভারের রোমাঞ্চ উপভোগ করলো ক্রিকেট সমর্থকরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পর সুপার ওভারের লড়াইয়ে শেষ হাসি হেসেছে মোহামেডান। খেলাঘর কল্যাণ সমিতিকে হারিয়ে সাদা-কালোরা টেবিলের চার নম্বর স্থানটা নিজেদের জন্য আরও পাকাপোক্ত করলো।

বিকেএসপিতে বৃষ্টির কারণে ১০ ওভারে নামিয়ে নিয়ে আসা ম্যাচে খেলাঘরকে ৮৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৩০ বলে ৫৭ রানের ইনিংস খেলে মোহামেডানকে লড়াকু সংগ্রহ এনে দেন ওপেনার আবদুল মজিদ। তবে এই রানও যথেষ্ট মনে হয়নি খেলাঘরের ব্যাটিং ইনিংসের পর। জহরুল ইসলামের দল ৮৮ রান তুললে ম্যাচ চলে যায় সুপার ওভারে। 

এরপর সুপার ওভারে খেলাঘর স্কোরবোর্ডে তোলে ১৩ রান। মোহামেডান অবশ্য সেই লক্ষ্য টপকে গেছে সহজেই। প্রথম বলেই ইরফান শুক্কুর ছক্কা মেরে কাজটা অনেকটাই সহজ করে দেন মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য। এরপর আবদুল মজিদ মারেন বাউন্ডারি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ১ রান। সেটি ইরফান নিয়ে নেন কাভারে বল ঠেলে দিয়েই। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন