একদিনে খেরসনে ১৬ বারেরও বেশি বোমা হামলা চালিয়েছে রাশিয়া
রাশিয়ার বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের খেরসন নগরীতে ১৬ বারেরও বেশি বোমা হামলা চালিয়েছে। জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাষণে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কেবলমাত্র এক দিনে রাশিয়া ১৬ বারেরও বেশি বোমা হামলা চালায়।
তিনি আরো বলেন, ইউক্রেনের দনবাস ও খারকিভ অঞ্চলও ‘রাশিয়ার বর্বর হামলার’ শিকার হয়েছে।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পেট্রিয়ট অবশ্যই রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে তবে তিনি গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে তেমন কিছু বলতে চান না। পেসকভ বলেন, মার্কিন সরকারের সিদ্ধান্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এর আগে মঙ্গলবার গণমাধ্যম খবর দিয়েছিল যে, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে। এই ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ব্যাপারে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনকে অনুরোধ করে আসছিল ইউক্রেন।