তোমাদের ঋণ শোধ হবে না
মহান বিজয় দিবস।১৬ ডিসেম্বর। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন।১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তাক্ত যুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পন করেছিল পাক হানাদার বাহিনী। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের।
লাখো শহীদের রক্তে অর্জিত এ বিজয়ের দিনে শ্রদ্ধাভরে জাতি আজ স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। যাদের ঋণ কোনো দিন শোধ হবে না, শোধ হবার না। বাঙালির যতো অর্জন, যতো গৌরব সবই শহীদদের দেয়। এই গৌরবগাথায় যেমন আছে বিজয়ের আনন্দ, তেমনি আছে স্বজন হারানোর বেদনাও।সেদিন জাতির জীবনে যে পরম প্রাপ্তি যোগ ঘটে তার জন্য দিতে হয় চরম মূল্য। স্বাধীনতার জন্য অত চড়া দাম পৃথিবীর অতি অল্প জাতিই দিয়েছে। ১৭৯১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাপিয়ে পড়েছিল পাক হায়েনারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেই রাতেই শুরু হয় প্রতিরোধ। যার কাছে যা ছিল তা নিয়েই গড়ে তুলে শক্ত প্রতিরোধ। বাধ্য করে পাক সেনাদের আত্মসমর্পনে।দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এ বিজয়।
বিজয়ের এই ৪৫ বছর অনেক চড়াই-উৎড়ায়ের মধ্য দিয়ে পথ পেরিয়েছে জাতি। রাজনীতি এগিয়েছে অমসৃণ পথে। বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র। তারপরও লক্ষ্য অর্জনে থেমে থাকেনি জাতি। দারিদ্র ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। লড়াই করতে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে। মুখোমুখি হতে হয়েছে প্রবল বন্যা, ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের। এই বন্ধুর পথপরিক্রমায় হতোদ্যম হয়নি এ দেশের মানুষ।
দেরিতে হলেও শুরু হয় কলঙ্ক মোচনের চেষ্টা।বঙ্গবন্ধুর খুনীদের বিচার সম্পন্ন হয়েছে। চলছে একাত্তরের মানবতা বিরোধী-যুদ্ধাপরাধীদের বিচার। এরই মধ্যে অনেক যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর হয়েছে। ক্ষুধা ও দরিদ্রতাকে জয় করতে পেরেছে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। আজ বিশ্ব দরবারে এক গর্বিত জাতির নাম বাঙালি। অপ্রতিরোধ্য দেশ বাংলাদেশ।
আজ ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের।ঢাকার বাহিরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।