১৬ বছর বয়সী ব্রাজিলিয়ানকে দলে ভেরাল মাদ্রিদ
১৬ বছর বয়সী ব্রাজিলের বিস্ময় বালক এনড্রিক ফিলিপে কে দল ভেরাল রিয়েল মাদ্রিদ।
গেলো বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রিয়েল মাদ্রিদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এনড্রিকের ছবি দিয়ে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়াও ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ায় এনড্রিক শতভাগ রিয়ালের খেলোয়াড় বলে নিশ্চিত করেছেন। পালমেইরাসের বরাত দিয়ে চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি।
এনড্রিককে কিনতে সবমিলিয়ে মাদ্রিদের খরচ হয়েছে ৭২ মিলিয়ন ইউরো। যার মধ্যে পালমেইরাসকে চুক্তি, অ্যাড অন্স ও পারফরম্যান্স বোনাস বাবদ দিতে হবে ৬০ মিলিয়ন ইউরো। আর কর বাবদ দিতে হবে ১২ মিলিয়ন ইউরো।
নিয়ম অনুযায়ী, ১৮ বছর হওয়ার আগে এনড্রিক রিয়ালে যোগ দিতে পারবেন না। সান্তিয়াগো বার্নাব্যু বা রিয়ালের একাডেমিতে যোগ দেয়ার জন্য দুই বছর অপেক্ষা করতে হবে। এই দুই বছর পালমেইরাসে খেলবেন এনড্রিক। তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে রিয়াল। তবে পারফরম্যান্সের ভিত্তিতে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়নের সুযোগ আছে।