আর্কাইভ থেকে ইউরোপ

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ১০

ফ্রান্সে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে লিওঁ’র কাছে ভলক্স এন ভেলিনে এই দুর্ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সের দেয়া এ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ৭তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারের কর্মকর্তারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, সংবাদ পেয়ে দ্রুত ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। সাথে সাথে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে।

জরুরি বিভাগ জানায়, সেই ভবন থেকে মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। তাতে দগ্ধ চারজনের অবস্থা গুরুতর। ২ দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার সকালে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বেশ কয়েকটি কারণ রয়েছে এবং এ বিষয়ে খুব শিগগির তদন্ত শুরু হবে। আগুন নেভানো হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন বলে নিশ্চিত করেন দারমানিন।

রোন অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন