আর্কাইভ থেকে রাজনীতি

হেফাজতের ৭ দফা দাবি ঘোষণা

নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তিসহ ৭ দফা দাবি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ ছাড়া নতুন কর্মসূচিও ঘোষণা করেছে হেফাজত। সেগুলো হলো- দ্রুত জেলা উপজেলা কমিটি গঠন, বিভাগীয় শহরে শানে রেসালত সম্মেলন এবং রাজধানীতে জাতীয় শানে রিসালাত সম্মেলন করা।

 

হেফাজতের সাত দাবি হলো :

১. অবিলম্বে হেফাজত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

২. নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৩. ইসলাম ও বিশ্বনবী (সা.) কে কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে।

৪. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

৫. শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।

৬. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে হবে।

৭. বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সা‘দ কে আসার অনুমতি দেয়া যাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন