দেশের কথা ভেবেই এবারের সম্মেলন সাদামাটা: কাদের
আওয়ামী লীগের এবারের সম্মেলন সাদামাটা হবে। কিন্তু উপস্থিতির সব রেকর্ড ছাড়িয়ে যাবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটার পর একটা কর্মসূচি দেন। ২০৩০ সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ‘ভিশন ২০৩০’ বিএনপির। এটা কোথায় এখন?
ওবায়দুল কাদের বলেন, এই দেশকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। এজন্য প্রয়োজন সুশৃঙ্খল কর্মী বাহিনী। তাছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না।