সমালোচনা মুখে গোলরক্ষক মার্টিনেজ
লিওনেল মেসির ম্যাজিক ও এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৩৬ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। তবে এই ঐতিহাসিক জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গোলপোস্টের সামনে যদি বাধা না হয়ে দাঁড়াতো বিশ্বকাপ হয়তো লিওনেল মেসির ছুঁয়ে দেখা হতো না।
রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে টাইব্রেকারে চতুর্থ গোলের সঙ্গে সঙ্গেই লুসাইল স্টেডিয়াম যেন ফেটে পড়ল উল্লাসে।
ফাইনালসহ আগের ম্যাচগুলোতে এমন অনবদ্য নৈপুণ্য দেখানোর ফলও হাতেনাতে পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। তার দল বিশ্বকাপ জেতার পর গোল্ডেন গ্লোব ট্রফি পেয়েছেন মার্টিনেজ। কিন্তু ট্রফি পেয়েই ‘আপত্তিকর’ অঙ্গভঙ্গি করেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। আর তাতেই বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়।
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর হাতের আকৃতির গোল্ডেন গ্লোব ট্রফি পেয়ে মার্টিনেজ দুই উরুর মাঝে রেখে ‘আপত্তিকর’ অঙ্গভঙ্গি করেন। খেলাধুলা বিষয়ক জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, মার্টিনেজের এমন আচরণে সন্তুষ্ট না-ও হতে পারেন কাতারের কর্মকর্তারা।
টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে দলের জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন মার্টিনেজ। এদিকে এমন ‘আপত্তিকর’ অঙ্গভঙ্গি করার জন্য মার্টিনেজ সাজা পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।