কাতার বিশ্বকাপে কে কোন পুরস্কার পেলেন
কাতার বিশ্বকাপের শিরোপা উঠেছে লিওনেল মেসির হাতে। জাদুকর মেসির ম্যাজিক ও এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৩৬ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ফাইনাল শেষে দেখা গেছে মেসির মুখে হাসি!
এবারের কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর অনন্য রেকর্ড গড়েছেন মেসি। এছাড়া বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুইবার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজে করে ফেললেন মেসি। মেসির থেকে এক গোল বেশি (৮) করে বুট জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এছাড়া আর্জেন্টিনার বারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে বারবার গোল ফিরিয়ে দিয়ে বাজপাখি খেতাব পেয়ে এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস।
একনজরে কাতার বিশ্বকাপ
চ্যাম্পিয়ন : আর্জেন্টিনা
রানার্স আপ : ফ্রান্স
সোনার বল : লিওনেল মেসি (আর্জেন্টিনা)
সোনার বুট : কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
সোনার গ্লাভস : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
বিশ্বকাপের সেরা তরুণ তারকা : এনজো ফের্নান্দেজ (আর্জেন্টিনা)
বিজয়ী আর্জেন্টিনার পুরস্কার মূল্য : ৪২ মিলিয়ন ডলার (৪ কোটি ২০ লক্ষ ডলার) বাংলাদেশি টাকায় প্রায় ৪৪০ কোটি টাকা পেল মেসিরা।
রানার্স আপ ফ্রান্সের পুরস্কার মূল্য : ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার)