রংপুরে ট্রাক-আটোরিকশা-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫
রংপুরে নেংটিছিড়ায় ট্রাক-আটোরিকশার-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজন নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে কারও নাম ঠিকানা জানা যায়নি।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।