আর্কাইভ থেকে জাতীয়

টিকা উৎপাদনে সক্ষমতা নেই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের

করোনা টিকা উৎপাদনের সক্ষমতা নেই জনস্বাস্থ্য ইন্সটিটিউটের। স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ অবস্থায় বেসরকারিভাবে উৎপাদন অথবা বিদেশ থেকে টিকা আনা ছাড়া বিকল্প নেই সরকারের হাতে।

টিকা সংকটে বিভিন্ন দেশ ও সংস্থার সাথে যোগাযোগ রাখছে সরকার। পাশাপাশি দেশেই তা উৎপাদন করা যায় কিনা সেটি নিয়ে চলছে তোড়জোড়। তবে সরকারিভাবে উৎপাদন ইস্যুতে জল ঢেলে দিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে তিনি লেখেন, টিকা তৈরির ভৌত অবকাঠামো নেই। নষ্ট হয়ে গেছে যন্ত্রপাতি।

এছাড়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ৮৬৬ পদের মধ্যে ৩০০ টিই শূন্য। জনবলের বেশিরভাগই জ্যেষ্ঠ পদমর্যাদার। কারিগরি ও ব্যবস্থাপনার লোকবলের বেশিরভাগই গেছেন অবসরে। একই চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরেও।

এমন পরিস্থিতিতে আপাত সমাধান হিসেবে বেসরকারিভাবে টিকা উৎপাদনের দিকে ঝুঁকছে সরকার।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন