বিএনপির কথায় ‘মানুষও হাসে, গাধাও হাসে’: তথ্যমন্ত্রী
যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত। তারা যখন এসব কথা বলে, তখন মানুষও হাসে, গাধাও হাসে। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রতিযোগিতায় বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রসংস্কারের যে প্রস্তাবগুলো দিয়েছে, সেটার ১৩ নম্বর প্রস্তাবে আছে দুর্নীতির ব্যাপারে কোনো আপস করা হবে না। যারা ৫ বার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, তাদের মুখ থেকে এমন কথা হাস্যকর ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করে বঙ্গবন্ধুকে হত্যা করে, যারা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিল, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা তো অন্যান্য দল করতেন। মোশাররফ সাহেবওতো ছাত্রলীগ করতেন। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণের জন্য একত্রিত হয়ে দল গঠন করেছিল।