সরকার ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি। সরকার ক্ষমতায় টিকে থাকতে অতিরঞ্জিত কথা আর সত্যের সাথে সম্পর্ক নেই এমন মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে। ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে সরকার। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি। হামলা-মামলা করে তাদের আর দমানো যাবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।