আর্কাইভ থেকে এশিয়া

সৌদি আরবে নয় বছর ধরে কারাবন্দি ব্লগার রাইফ

সৌদি আরবে ব্লগে লিখে ইসলাম অবমাননার অভিযোগে নয় বছর ধরে কারাগারে আছেন ব্লগার রাইফ বাদাউয়ি। ধর্মনিরপেক্ষতা সমর্থনমূলক পোস্ট করায় ২০১২ সালের জুনে আটক হন তিনি। নিজের তৈরি ওয়েবসাইট ফ্রি সৌদি লিবারেলস এ ব্লগ লিখতেন বাদাউয়ি।

জার্মান দৈনিক ডয়চে ভেলে জানায়, আটকের পর অভিযোগ প্রমাণিত হলে ২০১৪ সালে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় বাদাউয়িকে। এছাড়াও দুই কোটি ২৮ লাখ টাকা জরিমানা ও এক হাজার বার দোররা মারার নির্দেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক চাপে বাদাউয়ির বেত্রাঘাতের সংখ্যা কমেছে। তবে কারাদণ্ডের মেয়াদ কমানো হয়নি। ২০১৫ সালের জানুয়ারিতে একটি মসজিদের সামনে তাকে প্রকাশ্যে ৫০ বার বেত্রাঘাত করা হয়। পরে আর ওই শাস্তি ভোগ করতে হয়নি।

সৌদি আদালতের রায় অনুযায়ী, ১০ বছর কারাভোগের পর আগামী বছরের ফেব্রুয়ারিতে বাদাউয়ির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, বাদাউয়ির মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার ছিল বাদাউয়ির কারাবন্দির নয় বছর পূর্তি। দিনটিতে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি।

২০১৫ সালে বাদাউয়িকে শাখারভ পুরস্কার দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ওই বছরই ডয়চে ভেলের ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ডও পান তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন